স্বাস্থ্যঝুঁকিতে করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা গাংনী হাসপাতাল ও পিআইও অফিসের কর্মীরা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম ও প্রকৌশলী জাকির হোসেনের সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীরা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে। রোববার বিকালে সংক্রামনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে আক্রান্ত দুজন ছাড়া উল্লেখ যোগ্য কাউকেই হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়নি। একারনে গাংনী হাসপাতাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মীরা পড়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। স্বাস্থ্য ঝুঁকি থেকে বাদ যাচ্ছেনা সেবা নিতে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
গত ১ মাসে গাংনী উপজেলায় বিভিন্ন শ্রেনী পেশার ১৪জন করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়েছে দুজন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান,করোনায় আক্রান্তদের সার্বিক খোঁজ খবর নেয়া ও চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি জনসাধারনকে সচেতন করতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারী সহ যারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তাদের চিহিৃত করে হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এদিকে হিজলবাড়িয়া গ্রামের বানুয়ারা ও সাহারবাটি গ্রামের আল আমিন খাদ্য,চিকিৎসা ও নিরাপত্তা সংকটে মানবেতর জীবন যাপন করছে জানিয়ে বানুয়ারার ছেলে মিলন হোসেন বলেন,করোনায় আক্রান্তের পর থেকে তার মায়ের খোঁজ খবর নেইনি কেউ এছাড়া খাদ্য ও চিকিৎসা সংকটে রয়েছে তার মা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!