গাংনী নিউজ ডটকম :
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ১০৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লক্ষ ৫৮ হাজার ৭৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯৮ হাজার ৯শত ৯৮ ও মহিলা ১ লাখ ২৯ হাজার ৭ শত ৫৪ জন।
গাংনী উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, এম এ খালেক (আনারস),মোখলেচুর রহমান মুকুল (হেলিকপ্টার),রাশিদুল ইসলাম জুয়েল ঘোড়া,জুলফিকার আলী ভুট্ট (কই মাছ) ও মুকুল জোয়াদার (শালিক পাখি)।
ভাইস-চেয়ারম্যান পদে ফারুক হাসান (টিউবওয়েল) ও দেলোয়ার হোসেন মিঠু (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন (হাঁস),জাকিয়া আক্তার আল্পনা (কলস) ও নাসিমা খাতুন (ফুটবল) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) রিটানিং অফিসার মুঃ তানভীর হাসান রুমান জানান, নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।