গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীর চৌগাছা বিশ্বাস পাড়া এলাকায় দুইটি বোমা সাদৃশ্য বস্তু,কাফনের কাপড় ও একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হকের বাড়ির প্রধান ফটক থেকে বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় একটি চিঠি উদ্ধার করা হয়। জয়নাল হক চৌগাছা ৪ নং ওয়ার্ডের একজন বাসিন্দা তিনি দীর্ঘদিন গাংনী চৌগাছা পাড়ায় বসবাস করে আসছেন।
তিনি জানান প্রতিদিনের ন্যায় সকালে দরজা খুলতেই দরজার সামনে নীল একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ব্যাগের মধ্যে মধ্যে দুটি বোমা সাদৃশ্য বস্তু কাফনের কাপড় ও চিঠি উদ্ধার করে পুলিশ।তিনি আরো জানান কিছুদিন আগেও একই স্থানে বোমা সাদৃশ্য বস্তু কাফনের কাপড় ও চিঠি ফেলে যায় দুর্বৃত্তরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান,ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু কাফনের কাপড় ও চিঠি উদ্ধার করা হয়েছে,সিসি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।