বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রাকিবুল ইসলাম টাকার অভাবে ব্যাহত চিকিৎসা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট  গ্রামের মো. রাকিবুল ইসলাম রকি।অর্থভাবে চিকিৎসা করাতে পারছেন না সে।তাই অসহায় রাকিবুল সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।চিকিৎসক বলেছেন তার ডান পা কেটে ফেলতে হবে।বর্তমানে তিনি রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।জীবনের এই অসহায়ত্বের কথা বলতে গিয়ে দু চোখের জল ধরে রাখতে পারেনি রাকিবুল ইসলাম রকি।

স্থানীয় ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়,দীর্ঘদিন ধরে রোগ টানতে গিয়ে রকির যা ছিল সব ফুরিয়ে গেছে।এখন মানুষের সাথে সাহায্য সহযোগিতা নিয়েই তার চিকিৎসা চলছে।মানুষ সাহায্য সহযোগিতা না করলে তার চিকিৎসা করা সম্ভব নয়।তাই সকলকে  এগিয়ে আসার আহ্বান করছি।

স্থানীয় বাসিন্দা নুর আহমেদ রিন্টু বলেন,রাকিবুল ইসলাম রকি বর্তমানে এতটাই অসহায় যে তার দিকে তাকালে খুব কষ্ট লাগে এবং মায়া লাগে।তাই আপনারা যে যা পারেন তাকে সহযোগিতা করেন অন্তত তার চিকিৎসা হোক।

ক্যান্সার আক্রান্ত রাকিবুল ইসলাম রকি বলেন, এখন আমি একেবারে অসহায়।চিকিৎসা করাবো বর্তমানে সে টাকাও নেই।দীর্ঘদিন ধরে এই রোগটা নিয়ে ভুগছি।আমি যে কি কষ্টের মধ্যে আছি তা বলে কাউকে বোঝানো সম্ভব নয়।আমি এখন রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।ডাক্তাররা বলেছেন আমার চিকিৎসা করাতে ১ লাখ টাকার উপরে লাগবে। আর আমার ডান পা কেটে ফেলতে হবে।

তিনি আরও বলেন,আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করেন।আপনাদের সাহায্যে সহযোগিতা পেলে আমি আমার  চিকিৎসা করাতে পারবো।

রাকিবুল ইসলাম রকির মামা মওদুদ আহমেদ মধু   বলেন, ডাক্তার বলেছে অতি দ্রুত অপারেশন করতে।আমি যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করছি।আমারও তো সেই সামর্থ্য নেই যে একাই চিকিৎসা করাবো।আমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি।আপনারা যে যা পারেন সহযোগিতা করেন।

তিনি আরো বলেন,রাকিবুল ইসলাম রকি দীর্ঘদিন ধরে বাবা মার কাছ থেকে পৃথক হয়ে আমার এখানেই আছে।সে ক্যান্সার আক্রান্ত হয়ে বড় অসহায় হয়ে  পড়েছে।রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরিবারটি পক্ষ থেকে লিখিত আবেদন পেলে  সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান,

যারা ক্যান্সার আক্রান্ত তাদের সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে।তাই অসহায় পরিবারটির পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

রাকিবুল ইসলাম রকিকে সহযোগিতা করার জন্য যোগাযোগ করুন এই নম্বরে(01715136514, বিকাশ, নগদ ও রকেট)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!