গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমক:
আগামী ৭ দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেন।
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ায় গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিশাল এক আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য তিনি কথা বলেন।
তিনি বলেন, গ্রেনেড হামলা সহ একের পর এক মিথ্যা মামলা দিয়ে আদালতকে ব্যবহার করে জিয়া পরিবার ও বিএনপিকে শেষ করে দিতে চেয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। বর্তমানে আদালত ন্যায় বিচার করার ফলে একের পর এক মামলা থেকে খালাস পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
এর আগে রবিবার সন্ধ্যা সাতটার সময় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কার্যালয় সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শেষ হয়।
এ সময় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবলু, সাবেক পৌর কমিশনার আব্দুল্লাহিল মারুফ পলাশ, নাসির উদ্দিন, বিএনপি নেতা ইয়ামিন আহমেদ বাবলু, আব্দুল গাফফার, কাজল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।