গাংনীতে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট ও উদ্ধার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে ইসারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গরুর খামারের সামনে থেকে ২টি বোমা সদৃশ্য বস্তু ও চাঁদা দাবি সম্বলিত ঠিকানা বিহীন একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।


শনিবার সকালে উপজেলার হিজলবাড়ীয়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।

এগুলো উদ্ধার করে গাংনী থানা হেফাজতে নেয় পুলিশ। ইসারুল ইসলাম উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় জানান, ইসারুল ইসলামের বাড়ির পাশের গরুর খামারের সামনে শপিং ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় গাংনী থানা পুলিশের একটি দল।এসময় পুলিশ  লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।পরে বোমা সাদৃশ্য বস্তুটি  পানি ও বালু ভর্তি একটি পাত্রে রেখে থানা হেফাজতে  নেয়া হয়।ব্যাগের মধ্যে থাকা চিরকুটে লেখা ছিল- ‘৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে’।

ইসারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলাম। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার করেছি।কারা বোমা ও ঠিকানা বিহীন একটি চিরকুট রেখে চাঁদা দাবি করছে  তা আমি জানি না।এতে আমি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!