গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিলরুবা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার মেহেরপুর কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এসময় তার স্বামী সাজ্জাদুর রহমান (৪৮) আহত হয়েছেন।
নিহত দিলরুবার খাতুন মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, দিলরুবা ও তার স্বামী সাজ্জাদুর রহমান মােটরসাইকেল যােগে বাড়ি থেকে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।তারা উপজেলার ছাতিয়ান নামক স্থানে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়া গামী একটি ড্রাম ট্রাক পিছন থেকে মােটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তারা স্বামী-স্ত্রী মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এক পর্যায়ে দিলরুবা খাতুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার স্বামী সাজ্জাদুর রহমান। পথচারীরা আহত সাজ্জাদকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
নিহত দিলরুবা পারভীনের স্বামী সাজ্জাদুর রহমান জানান,মোটরসাইকেল যোগে স্ত্রীকে সাথে নিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে যাচ্ছিলেন। গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া মোড় এলাকায় পৌছালে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পিছনে পিছনে ধাক্কা দেয়। এতে আমি সড়কের পাশে এবং আমার স্ত্রী সড়কের উপর পড়ে। ড্রাম ট্রাকের চাপায় তার মাথা পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এদিকে দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত গতিতে চলে যান।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী জানান,আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজনের লাশ ঘিরে রয়েছে।নিহত হিরা বেগমের মাথা ড্রাম ট্রাকের নীচে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়।আমরা লাশ পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,পুলিশের একটিদল লাশ উদ্ধার করেছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।