গাংনীতে বিজয় দিবস উপলক্ষ্যে সমজোরের নানা আয়োজন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ১৬ই ডিসেম্বর গাংনী পাবলিক লাইব্রেবী ও সমজোর সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


রাত ১২ টাই সমোজর সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা বিজয় র্যালি করে শহিদের স্মরণে গাংনী উপজেলা পরিষদ চত্বরে শহিদ মিনারে পুস্পস্থপক অর্পন করেন। এর পর সন্ধ্যার ৬টায় আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর পর ব্যাডমিন্ট টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ টিমদের মাঝে পুরষ্কার বিরতণ করা হয়।

 

এসময় সেচ্ছাসেবী সংগঠন সমজোরের উপদেষ্ঠা ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুর রহমান,পাবলিক লাইব্রেরির উপদেষ্টা এসএসম বকুল,পাবলিক লাইব্রেরির সভাপতি মোখলেস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ফারুক, প্রবাসী আবুল বাসার, বুলবুল আহমেদ,পাবলিক লাইব্রেরীর সিনিয়র সহ-সভাপতি সুমন হোসেন এডাম, পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক এসএম খাইরুল ইসলাম গাজর, সমজোর ক্লাবের সভাপতি বাবুল হোসেন জনি, সমজোর ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ আহমেদসহ সংগঠনের সকল সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!