গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে নেতা কর্মীরা। শনিবার দুপুর ১টায় গাংনী বাজারে বিপুল সংখ্যক নেতা কর্মীরা রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ ও সড়ক আবরোধ করে রাখে। এ সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলার সাথে জড়িত ভাটাপাড়া জেলা প্রশাসক ইকো পার্কের ইজারাদার গং সহ সকল অভিযুক্তদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি করেন। মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুত্তাছির জামান মৃদুল বলেন,শুক্রবার ছাত্রলীগ নেতা কর্মীদের মটরসাইকেল ও ভ্যান পাকিংয়ে অতিরিক্ত টাকা চাওয়া নিয়ে ইজারাদারদের সাথে ছাত্রলীগ নেতা কর্মীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে সাহারবাটি এলাকাতে তাদের উপর হামলা করা হয়। পরে তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়। হামলা ও নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কালে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক ও ইজারাদার জিয়াউর রহমান মুকুলের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। স্থানীয়দের দাবি সাহারবাটি গ্রামের রবিউলের ছেলে জুয়েল ও নওয়াপাড়া গ্রামের জিয়াউর রহমান মুকুল পার্ক এলাকায় আধিপত্য বিস্তার করে গড়ে তুলেছেন লাঠিয়াল বাহিনী। এই লাঠিয়াল বাহিনীর হাত থেকে রেহাই পায়না পার্কে বেড়াতে আসা পর্যটকরা। স্থানীয় লোকজন ঐ লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে কোন কথা বলার সাহস পাইনা। তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে ভ্রমন পিপাশুরা। উল্লেখ্য : শুক্রবার গাড়ী পাকিংয়ে অতিরিক্ত টাকা চাওয়াকে কন্দ্রে করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,অবরোধের কারণে সাময়িক বাসচলাচল বন্ধ হয়ে যায়। পরে ছাত্রলীগ নেতা কর্মীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এসময় জেলা ছাত্রলীঅগের সভাপতি আব্দুস সালাম বাধন,সাধারন সম্পাদক মুত্তাছির জামান মৃদুল,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন,সাধারন সম্পাদক বিপ্লব হোসেন,পৌর সভাপতি ইমরান হাবিব,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।