সমঝোতার চেষ্টার খবরে গাংনীর সেই ধর্ষিতা নারী আত্মগোপনে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে সিমা খাতুন ২২ (ছদ্দনাম) নামের এক স্বামী পরিত্যাক্তা নারীকে অপহরণ পূর্বক ধর্ষনের ঘটনায় সমঝোতা চেষ্টার অভিযোগ উঠেছে। জোরপূর্বক সমঝোতা করা হবে বিষয়টি জানতে সিমা খাতুন (ছদ্দনাম) আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম এ মামলা স্থানীয় ভাবে সমঝোতা হওয়ার কোন সুযোগ নেই দাবি করে বলেন,মিনাপাড়া গ্রামের জনৈক্য সমাজপতি সামছুল ইসলাম সহ তার কয়েক সহযোগী সিমা খাতুনের (ছদ্দনাম) পরিবারের উপর চাপ প্রয়োগ করছে বলে তিনি জানতে পেরেছেন। প্রয়োজনে এ বিষয়ে সমাজপতিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হবেন বলে জানিয়েছেন তিনি।এছাড়া মামলাটির তদন্ত চলছে তদন্ত শেষে দ্রত আদালতে চার্জশীট দেয়া হবে। সমঝোতার চেষ্টার বিষয়ে কথা বলতে চাইলে সমাজপতি সামছুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নী। উল্লেখ্য : গত শুক্রবার রাত ৯টায় উপজেলার মিনারপাড়া মিকুশি গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে মনি,হাসান আলীর ছেলে মফিজ জোর পূর্বক বাড়ির পার্শে একটি মাঠে তুলে নিয়ে যায়। মাঠে আগে থেকে অবস্থান নেয়া ইউনুছ আলীর ছেলে আলমগীর,নিছু মিয়ার ছেলে তুহিন ও অজ্ঞাত একজনের সহায়তায় মনি জোর পূর্বক ধর্ষন করে। পরে বাড়ির লোকজন প্রতিবেশির সহায়তায় তাকে উদ্ধার করে। এ এটনায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ৫ তাং ০৮-০৬-১৯ ইং। মামলা হওয়ার পর টুটুল হোসেন নামের একজনকে আটকের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!