গাংনীতে অপহরণের অভিযাগে মটমুড়া ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল আহমেদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে তুহিনকে অপহরণের অভিযাগে মটমুড়া ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল আহমেদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তুহিনের পিতা হাফিজুর রহমান বাদী হয়ে গাংনী থানায় অপহরণের মামলা দায়ের করেন। মামলা নং ১৪ তাং ১৬/০৬/১৯ ইং। ধারা ১৪৩,৩৪১,৩০৭,৩২৬,৩৬৪,৩৮৫। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহান হোসেন জানান,তুহিনকে অপহরণের অভিযোগে তার বাবা বাদী হয়ে মটমুড়া ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল আহমেদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি আরো জানান, শনিবার মটমুড়া ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল আহমেদ বাদী হয়ে তুহিন ও তার দুলঅ ভাই লালনের নামে চুরি ও চাঁদাবাজির অভিযোগে মামলা গাংনী থানায় মামলাটি দায়ের করে। মামলা নং ১২ তাং ১৫-০৬-১৯ ইং। ধারা ৩৮৫/৩৭৯। মামলা দুটি তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য : বুধবার সন্ধ্যায় তার ছেলে তুহিন ও তার দুলাভাই লালন হোসেন গরু ক্রয় ও বেড়াতে তুহিনের শশুরবাড়ি কামারখালী গ্রামে যায়। সেখানে পৌছে গরু ক্রয়ের জন্য তুহিন তার শাশুড়ী মালা খাতুনের কাছে ৫০ হাজার টাকা দেয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে তুহিন তার চাচা শশুর সোহেল আহমেদ’র মোটরসাইকেল নিয়ে লালনকে বামুন্দীতে রেখে আবার কামারখালী যাওয়ার পথে ছাতিয়ান-কামারখালীর একটি মাঠে কয়েকজন তুহিনের পথরোধ করে। এসময় মটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। পরে তুহিনের কাছে থাকা মোবাইল থেকে অপহরণকারীরা তুহিনের চাচা শশুর সোহেলকে কল দিয়ে ২ লক্ষটাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা না পেলে হত্যারও হুমকী দেয়া হয়। এরপর চলে রাতভর চাঁদা লেনদেনের নাটকীয়তা। ঐ রাতেই জোড়পুকুর বাজার থেকে তুহিনকে আহতবস্থায় উদ্ধার করা হয়। মামলা সম্পর্কে সোহেল আহমেদ বলেন,তিনি সম্পন্ন নির্দোশ। তার মামলা থেকে বাচতে এ মামলা দয়ো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!