গাংনীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আদলতে আত্মসর্ম্পন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী থানার একটি বিষ্ফোরক দ্রব্য আইন মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলামিন হোসেন আদলতে আত্মসর্ম্পন করেছে। রবিবার দুপুরের দিকে আলামিন হোসেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসর্ম্পন করলে বিচারক এসএম আব্দুস সালাম তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আলামিন মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের পাঞ্জিু আলীর ছেলে। মামলার বিতরনে জানাযায় ২০০৯ সালে গাংনী থানার পুলিশ উত্তর ভরাট গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য সহ আলামিনকে আটক করে। ঐ ঘটনায় গাংনী থানায় পৃথক দুটি মামলা হয়। ২০১৬ সালে আদালত মামলার দুটি ধারায় আলামিনের ১০ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরো ৫ মাসের করে কারাদন্ড প্রদান করা হয়। ঐ সময় থেকে আলামিন কাতারে প্রবাসী জীবন শুরু করে। সম্প্রতি সে কাতার থেকে দেশে ফিরে এসে আদালতে আত্মসর্ম্পন করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!