গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে তাহের ক্লিনিকে হাফিজুর রহমান নামের রুগীর মৃত্যু’র ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেহেরপুরের সিভিল সার্জন ডা: শামীম আরা নাজনীনের নির্দেশে শুক্রবার এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে,মেহেরপুর হাসপাতালের ডা: তাপস কুমারকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি অন্য দতুজন সদস্য হলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা; এহসান হাবিব ও গাংনী হাসপাতালের ডা: সজিব উদ্দীন স্বাধীন। তদন্ত কমিটির প্রধান ডা: তাপস কুমার জানান,শনিবার থেকে তদন্ত শুরু হবে। তদন্ত প্রতিবেদন পক্ষে নিতে একটি চক্র তৎপর রয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ডা: তাপস কুমার জানান কোন চক্রই তদন্ত কমিটিকে প্রভাবিত করতে পারবেনা। সম্পর্ন্ন নিরপেক্ষ ভাবে তদন্ত করা হবে। উল্লেখ্য : ১৯ জুন বুধবার দুপুরে মেহেরপুরে অস্ত্রপচারের পরপরই (৭৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মেহেরপুর শহরের তাহের ক্লিনিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমানের বাড়ি গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে। মৃত হাফিজুর রহমানের মেয়ে নিলুফা খাতুন জানান, অস্ত্রপচার শেষে আমার বাবাকে বেডে নিয়ে আসে। এর পরপরই তার মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে দ্রত নিজস্ব অ্যাম্বুলেন্স যোগে লাশ বাড়িতে পাঠিয়ে দেন ক্লিনিক মালিক ডা. আবু তাহের। তাহের ক্লিনিকের মালিক ও জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের বলেন, নিহত হাফিজ উদ্দিনের কোন অস্ত্রপচার হয়নি। সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। গত ২০ জুন এখন তাহেল ক্লিনিক মৃত্যুপুরি শিরোনামে সংবাদ গাংনী নিউজে সংবাদ প্রকাশিত হওয়ায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।