গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান,গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম,শিক্ষাবিদ সিরাজুল ইসলাম,গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, নারীনেত্রী নুরজাহান বেগম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি আলী হোসেন। আলোচকবৃন্দ মাদক ব্যবসা, মাদকের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা ও পারিবারিক পর্যায়ে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে স্কুল ও কলেজ পর্যায়ে মাদক প্রতিরোধ বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।আলোচনা সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!