গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীর মিনাপাড়ার পিতা পুত্রের ধর্ষনের দুটি মামলার এখনও কুল কিনারা হয়নী। মামলার আসামীদের গ্রেফতার না করতে পারায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভুগি পরিবারের সদস্যরা। ৭জুন শুক্রবার রাতে মিনাপাড়া গ্রামের সিমা খাতুন ২২ (ছদ্দনাম) নামের এক স্বামী পরিত্যাক্তা নারীকে জোর পূর্বক অপহরণের পর ধর্ষনের অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ৫ তাং ০৮-০৬-১৯ ইং। মামলার আসামীরা হলেন, একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে মনি,হাসান আলীর ছেলে মফিজ জোর পূর্বক বাড়ির পার্শে একটি মাঠে তুলে নিয়ে যায়। মাঠে আগে থেকে অবস্থান নেয়া ইউনুছ আলীর ছেলে আলমগীর,নিছু মিয়ার ছেলে তুহিন ও অজ্ঞাত একজনের সহায়তায় মনি জোর পূর্বক ধর্ষন করে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান গাংনী থানার ওসি ওবাইদুর রহমান। এদিকে ২৫/০৬/১৯ ইং তারিখে ছেলে মফিজের পর বাবা হাসানের নামে ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা আফসানা খাতুন (ছদ্দনাম) বাদী হয়ে হাসান আলীর নামে ধর্ষনের একটি মামলা দায়ের করেছে। যার নং ২৪ তাং ২৫/০৬/১৯ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহাতাব আলী জানান,ইতোমধ্যে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,মামলা দুটি দ্রত তদন্ত শেষ করে আদালতে অভিযোগ পত্র দেয়া হবে।