গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহার ও সঞ্চয়পত্রের উপর কর প্রত্যাহার এবং আলোচিত রিফাত হত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড নুর আহমেদ বকুল। এ সময় উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ,গাংনী উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মজনুল হক মজনু,জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড আবুল হাশেম,যুবমৈত্রী নেতা কামরুজ্জামানসহ ওয়ার্কার্স পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। কমরেড নুর আহমে বকুল বলেন, মেগা প্রজেক্ট-এর চাপ অন্যদিকে সুশাসনের অভাব। রিফাত হত্যার মতো নৃশংসা ঘটনা রাষ্ট্র ও সমাজ জীবনে তীব্র নেতিবাচক নৈরাজ্যের পরিস্থিতি তৈরী করেছে। সরকারের এ ব্যর্থতা জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীকে উৎসাহিত করবে। দুভাগ্যজনক হলেও সত্য এবারের বাজেটে পরিপূর্ণভাবে লুটেরা ও ধনি শ্রেণীর মানুষের স্বার্থে করা হয়েছে। গণশুনানীর মধ্য দিয়ে যেখানে গ্যাসের দাম না বাড়ানোর পরামর্শ ছিল। সেখানে সংসদকে পাশ কাটিয়ে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি করে জীবনযাত্রার সর্ব ক্ষেত্রে একটি নৈরাজ্য সৃষ্টি করলো। অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে।