ফারুক আহমেদ,গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
দীর্ঘ ৩ বছরেরও বেশী সময় ধরে জলাবদ্ধতার কোন ব্যাবস্থা না নেয়ায় বিপর্যয় নেমে এসেছে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে। মানুষের যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে তেমনি পানি জমে পঁচে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। পানিবন্দী হওয়ায় রোগজীবানুতে আক্রান্ত হচ্ছে এলাকাবাসি। স্কুলের শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ম্কুল কলেজের শিক্ষাথীর উপস্থিতিও কমে গেছে। খাল কেটে পানি নামানোর ব্যবস্থা করার দাবি গ্রামবাসীর। একসময় পাশের চোখতোলা মাঠ দিয়ে পানি নেমে গেলেও বর্তমানে অপরিকল্পিতভাবে রাস্তা ও ঘরবাড়ি নির্মাণের কারণে সে পথ বন্ধ হয়ে যায়। এবারো বর্ষার শুরু হতে না হতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে ঐ গ্রামের বাসিন্দারা। জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম নাখাল অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে এলাকাবাসী। বিশেষ করে নারী-শিশু, গবাদি পশু গরু ছাগল, মুরগী ও ছোট ছেলে মেয়েদের চলাফেরা খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। সাপ ও পানিজাত পোকা বাড়ীতে উঠে আসছে। সবমিলে মানুষের দুর্ভোগ প্রকট আকার ধারন করেছে। স্থানীয় ইউপি সদস্য সাহাবুদ্দীন আহমেদ জানান, বছরের পর বছর পেরিয়ে গেলেও পানি নিষ্কাসনে কোন ব্যাবস্থা ব্যবস্থাই নেয়নী কর্তৃপক্ষ। একারনে জনমনে প্রচন্ড ক্ষোভের বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, বারবারই সড়কে মেরামত ও পানি নিস্কাসনের আশ্বাস দিয়েও মেরামতে কোনো উদ্যোগ নেয়া হয়নি। দ্রত সময়ের মধ্যে জলাবদ্ধতা দুর করতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি। গাংনী উপজেলা নির্বহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন,দ্রত সময়ের মধ্যে জলাবদ্ধতা দুর করনে ব্যবস্থা নেয়া হচ্ছে।