গাংনীর কসবার ৪ শিশু ও রামনগরের ক্যান্সার আক্রান্ত জীবনকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর কসবা গ্রামের সেই এতিম শিশুদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসক মো: আতাউল গনী। রবিবার বিকাল ৪ টায় কসবা গ্রামে গিয়ে ঐ শিশুদের হাতে ১০ হাজার টাকা তুলে দেন তিনি। এসময় শিশুদের জন্য একটি ঘর নির্মাানের আশ্বাস দেন। এছাড়া গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম চায়ের কাপেই গাংনীর ৪ এতিম শিশুর সপ্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক আর্থিক সহায়তা দিলেন। এদিকে গাংনী উপজেলার রামনগর গ্রামের শিশু জীবন আহমেদের চোখে ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হলে জেলা প্রশাসক মো: আতাউল গনী ১০ হাজার টাকা সহায়তা করেন। রবিবার বিকাল সাড়ে ৪টায় জীবনের পিতা সোহেল রানার হাতে টাকা তুলে দেন জেলা প্রশাসক। এসময় ফুলকুডি অধ্যক্ষ সমাজ সেবক সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা আরো ১৫ হাজার টাকা জেলা প্রশাসক মো: আতাউল গনীর মাধ্যমে জীবনের পিতা সোহেল রানার হাতে তুলে দেন। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, ফুলকুডি অধ্যক্ষ সমাজ সেবক সিরাজুল ইসলাম,হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্নয়কারী হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!