গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছ্।ে রবিবার বিকেলে গাংনী পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব দিলারা রহমানের উদ্যোগে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভা আয়োজন করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সাধারন সম্পাদক এম এ খালেক। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সোহরাব হোসেন প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালা ও নির্দেশনা তুলে ধরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব দিলারা রহমান বলেন, গাংনী উপজেলা পর্যায়ে নির্ভুল ও সঠিকভাবে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হবে। প্রকৃত পক্ষে যে সব ব্যক্তি তৎকালীন সময়ে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহন করেছেন এবং তালিকা ভুক্ত হয়েছেন। অন্যদিকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে কমান্ডার কে ছিলেন, যে সব মুক্তিযোদ্ধার সহযোগী সদস্যগণ লিখিত প্রমাণপত্র দাখিল করবেন এবং সাক্ষ্য দেবেন ,স্বাধীনতা যুদ্ধে কোথায় ,কখন, কার সাথে যুদ্ধে অংশগ্রহন করেছেন তাদের নাম তালিকা ভুক্ত করা হব্।ে এক্ষেত্রে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এর দিন তারিখ জানিয়ে দেয়া হবে। আগামী ৮ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু করা হবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!