গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
ভারতে অনুষ্ঠিত ওপেন এশিয়া এমেচার মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক বিজয়ী হয়েছেন মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের কৃতি সন্তান হুসাইন কবির। গত ৭ ডিসেম্বরে হাবিব মিক্সড মার্শাল আর্ট একাডেমি  থেকে ভারতের কলকাতার সাইন্স সিটিতে অনুষ্ঠিত ওপেন এশিয়া এমেচার মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৭ জন ফাইটার অংশ গ্রহন করেন। হুসাইন কবির সহ স্বর্নপদক পদক প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আবু রায়হান,সুফিয়ান আলম,আমরানুল ইসলাম ফয়সাল,জাসপার লাল খামসাং। এছাড়া রৌপ্য পদক পেয়েছেন আব্দুল আলী ইমরান ও সাজিদ হোসেন। স্বর্ণপদক বিজয়ী হুসাইন কবির বলেন,বাংলাদেশ ফাইট টিম আশা করছে উন্নতির ধারা অব্যাহত রাখতে এবং ট্রেনিং ও ক্যাম্পিং এর মান আরো বাড়ানোর জন্যে স্পন্সরদের সহযোগিতা আশা করছেন তারা। কোলকতায় খেলোয়ার সাথে ছিলেন প্রশিক্ষক রাজন হালদার লিটন।
থেকে ভারতের কলকাতার সাইন্স সিটিতে অনুষ্ঠিত ওপেন এশিয়া এমেচার মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৭ জন ফাইটার অংশ গ্রহন করেন। হুসাইন কবির সহ স্বর্নপদক পদক প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আবু রায়হান,সুফিয়ান আলম,আমরানুল ইসলাম ফয়সাল,জাসপার লাল খামসাং। এছাড়া রৌপ্য পদক পেয়েছেন আব্দুল আলী ইমরান ও সাজিদ হোসেন। স্বর্ণপদক বিজয়ী হুসাইন কবির বলেন,বাংলাদেশ ফাইট টিম আশা করছে উন্নতির ধারা অব্যাহত রাখতে এবং ট্রেনিং ও ক্যাম্পিং এর মান আরো বাড়ানোর জন্যে স্পন্সরদের সহযোগিতা আশা করছেন তারা। কোলকতায় খেলোয়ার সাথে ছিলেন প্রশিক্ষক রাজন হালদার লিটন।