গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীর কসবা গ্রামের সেই এতিম ৪ শিশুর বাড়ি তৈরি করে দিচ্ছে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়। শনিবার সকালে বাড়ি নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে সরকারী ভাবে এ বাড়ি নির্মান করা হচ্ছে। ৪ এতিম শিশুকে নিয়ে গাংনী নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনী ও সদ্য বিদায়ী গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সহযোগিতায় তাদের নামে এ বাড়ি বরাদ্দ দেয়া হয়। ধানখোলা ইউপি চেয়ারম্যান বলেন,এতিম শিশুদের জন্য বরাদ্দ ঘরের কাজ শুরু হয়েছে। দ্রত সময়ের মধ্যে কাজ শেষ করে ঘর বুঝিয়ে দেয়া হবে। প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী জাকির হোসেন বলেন,সরকারী ডিজাইন মোতাবেক বাড়ি নির্মান কাজ শুরু হয়েছে। ঘরের নির্মান কাজ তদারকি করা হচ্ছে।