গাংনীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামারে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে গাংনীর সর্বস্তরের জনগন। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় চিৎলা পাটবীজ খামার চত্তরে জেলা কুষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন এ মানববন্ধনের আয়োজন করে।  অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহন করেন,সাবেক প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান,গাংনী উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার,পৌর কাউন্সিলর নবীর উদ্দীন,মিজানুর রহমান,বদরুল আলম বুদু,মেহেরপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা  ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: বিপ্লব হোসেন,গাংনী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু,জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়সাল জাহান শিশির,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় বক্তারা বলেন, চিৎলা পাটবীজ খামারে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবী নতুন নয়, এ দাবী দীর্ঘদিনের গাংনীর গণদাবী। এ দাবী পুরনে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছে মানবন্ধনে অংশ গ্রহন কারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।

উল্লেখ্য : গাংনীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে বৃহস্পতিবার (২৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জরুরী ভিত্তিতে মতামত পাঠাতে বলা হয়েছে ইউজিসির চেয়ারম্যানকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!