গাংনীতে ১শ’৫০টি গাঁজার গাছ জব্দ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোরডটকম :

মেহেরপুরের গাংনীতে ১শ’৫০টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠ থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,মটমুড়া গ্রামের কাশেম আলীর ছেলে দুলাল হোসেন তার বাড়ির পার্শে একটি মাঠে ১০ কাঠা জমিতে গাঁজা চাষাবাদ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতিটের পেয়ে গাঁজা চাষী দুলাল হোসেন পালিয়ে গেছে। তিনি আরো জানান,গাঁজা ব্যবসায়ী দুলাল হোসেন গাঁজা উৎপাদন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। দুলাল হোসেন সহ গাঁজা চাষের সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান,জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমান গাঁজার গাছ জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!