গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে পিতা পুত্র সহ আরো ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের অব: পুলিশ সদস্য আবুল হাসেম,তার ছেলে রিপন হোসেন ও বড় ছেলে সাইফুল ইসলামের স্ত্রী ফারজানা শারমিন,থানা পাড়ার খালিদ হোসেন ও মেহেরপুর সদরে ২ জন। মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, কুস্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ৬জন করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১শ’৭৯ জন। (এর মধ্যে সুস্থ্য ১শ’১, মৃত ৭ তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হবে। এছাড়া আক্রান্তরা নিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা গ্রহন করবেন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রিয়াজুল ইসলাম জানান,করোনা আক্রান্তদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঔষধ সরবরাহ ও সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে। করোনায় আতংকিত না হয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য : গত কয়েকদিন আগে অব: পুলিশ সদস্য আবুল হাসেমের বড় ছেলে সাইফুল ইসলাম করোনা আক্রান্ত হয়।