চেয়ারম্যান-মেম্বারদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম,ফারুক আহমেদ :

২০২১ সালে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি। কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেম্বারদের এসএসসি ও চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে বলে অপপ্রচার চলছে। অপপ্রচার নিয়ে যা নিয়ে জনপ্রতিনিধিসহ সম্ভব্য প্রার্থীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানিয়েছেন, চেয়ারম্যান এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি একটি গুজব। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। এদিকে চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয় নিয়ে ডিবিসি কোন সংবাদ প্রচার করেনি বলে নিশ্চিত করেছেন ডিবিসি চ্যানেল কর্তৃপক্ষ। বিষয়টি গুজব তাই সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে নিশ্চিত করেছেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের কোন শিক্ষাগত যোগ্যতা নিদৃষ্ট করা হয়নি। অতিতের মত আগামী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত ব্যক্তি কিংবা ২৫ বছরের নীচে ছাড়া বাংলাদেশের সকল নাগরিক প্রার্থী হতে পারবেন। এদিকে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানো ও অপপ্রচারকারীদের চিহিৃত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!