গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে দিনদিন করোনা আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ছে। নমুনা পরীক্ষার ফলাফল বিলম্ব পাওয়া,স্বাস্থ্যবিধি না মানা,যত্রতত্র চলাচল, জনসমাগম ও প্রশাসনের নজরদারি না থাকার কারনে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় গাংনী উপজেলায় ইউপি সদস্য সহ ৯জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে গাংনী উপজেলা মোট আক্রান্তের সংখ্যা ১শ’ ছাড়ালো। মৃতের সংখ্যা : ৪ জন।
নতুন আক্রান্তরা হলেন,ষোলটাকা ইউপি সদস্য ও মহেষপুর গ্রামের বাসিন্দা মো: মকলেচুর রহমান,গাড়াডোব গ্রামের সানোয়ার হোসেন ওরফে আনোয়ার,ওলিনগর গ্রামের আশরাফুল ইসলাম,গাংনী হাসপাতালের কর্মী আব্দুল মতিন,পশ্চিম মালসাদহের আবুজর,বামুন্দী বাজার পাড়ার আকিব আল আমিন,চৌগাছা পশ্চিম পাড়ার শামিম,ছাতিয়ান গ্রামের আসাদুজ্জামান ও সহগোলপুর গ্রামের আজিজুল হক। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম বলেন, আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। এছাড়া আক্রান্তরা নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা নেবেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।