গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জন করোনা রুগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরে ৭,গাংনীতে ৭ ও মুজিবনগরে ১জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২শ’৯৬ জন। মৃত ৮ ও সুস্থ্য ১শ’৪৯ জন। মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,কুস্টিয়া পিসিআর ল্যাব থেকে ৪৫টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ১৫জন করোনা পজেটিভ। আক্রান্তরা নিজনিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নেবেন। তাদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। আক্রান্তরা হলেন,মেহেরপুর বড় বাজার এলাকার রনো,ফৌজদারি পাড়ার সাথিয়া,পুলিশ লাইন্স পাড়ার জামিরুল ইসলাম,আশরাফুল ইসলাম,হাফিজুল ইসলাম,রাহাতুল্লাহ,কলেজ পাড়ার জাহানারা খাতুন,গাংনী মহিলা কলেজপাড়ার আশরাফুল ইসলাম,চৌগাছার সাইদ হোসেন,সহগোলপুর গ্রামের রেজাউল হক,ডিগ্রি কলেজপাড়ার শাহানাজ খাতুন,আমতৈল গ্রামের মনোরঞ্জন কর্মকার,বামুন্দী বাজারপাড়ার সোহেব,ষোলটাকার গ্রামের কেয়া কর্মকার ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল বাশার।