গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করো আরো ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। বুধবার রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের ৪৯১ জন। এর মধ্যে সুস্থ্য ২৮১ জন, মৃত ১১ জন, ট্রান্সফার্ড ৩৪ জন, মেহেরপুরে চিকিৎসাধিন ১৬৫ জন।
আক্রান্তরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কাথুলী (একাংশ) গ্রামের আব্দুল হামিদ, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল মজিদ,কোহিনুর খাতুন, রাবেয়া খাতুন, সুলতান আহমেদ, কোহিনুর খাতুন, বামন্দির আনোয়ারুল ইসলাম, মটমুড়ার হারুন-অর-রশিদ, গাংনী মহিলা কলেজ পাড়ার আহাদুল হক ও মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রফিকুজ্জামান, শিবপুরের শহিদুল ইসলাম, বাগোয়ানের শান্তনা আক্তার।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ১২ জন করোনা পজেটিভ। আক্রান্তর নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা নেবেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রিয়াজুল আলম বলেন,করোনা আক্রাদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তাদের সার্বিক খোজ খবর নেয়া হচ্ছে। এছাড়া করোনা সংক্রামনের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে প্রচার প্রচারনাও অব্যাহত রেখেছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন।