গাংনীর সাহারবাটিতে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা সহ ৪জন কারাগারে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা সহ ৪জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তারিক হাসানের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে ৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুর হওয়া আসামীরা হলেন,সাহারবাটি ইউপি যুবলীগের সহ সভাপতি সমসের আলী,আমানুর,জামাত আলী ও বিএনপি নেতা মুকুল হোসেন। মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোহাম্মদ জানান,জেআর ৪০/২০ মামলার ৭জন আসামী উচ্চ আদালত থেকে জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তারিক হাসানের আদালতে ৭ আসামী জামিন আবেদন করলে ৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকী ৩জনের জামিন মঞ্জুর করে আদালত। উল্লেখ্য : অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গাংনী থানায় ওমের আলীর ছেলে ইসলাম আলী বাদী হয়ে আমানুর রহমান সহ ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ০১। তাং ০১-০৩-২০২০ ইং। অপরদিকে ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে হাফিজুল ইসলাম সহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ০২। তাং ০১-০৩-২০২০ ইং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!