গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
গাংনী হাসপাতালে চিকিৎসা নিতে এসে মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে বকুল হোসেন (৫২) এক ব্যক্তি। মঙ্গলবার রাত ৮ টায় গাংনী হাসপাতালের সামনে দূর্ঘটনার শিকার হয়ে জীবন মৃত্যু’র সন্ধিক্ষনে। আহত বকুল হোসেন উপজেলার রাইপুর ইউপি শালদহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। আহতের পরিবার জানায়,শারীরিক অসুস্থ জনিত কারনে বকুল হোসেন গাংনী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে টাকা না থাকার কারনে জরুরী প্রয়োজন হওয়ার কারনে চিকিৎসাধীন থাকাকালিন সময়ে মোবাইল ফ্লেক্সি লোড দিতে হাসপাতাল চত্তরের বাইরে যায়। ফ্লেক্সি লোড দিয়ে হাসপাতালে আসার পথে মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানয়িরা জরুরী বিভাগে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসাতালে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের নম্বর ঢাকা মেট্রো-চ-১৪-২৭০৭। দূর্ঘটনার পরপরই ড্রাইভার মোজাম দ্রত ঘটনাস্থল ত্যাগ করে। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম বলেন, কর্তব্যরত চিকিৎসক ও নার্স অন্য কোন রুগীর সেবাদানে ব্যস্ত থাকার কারনে কোথায় কোন রুগী যাচ্ছে এটা দেখভাল করা সম্ভব হয়না। তাই দ্রত সময়ের মধ্যে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা হলে চিকিৎসাধীন অবস্থায় রুগীদের বাইরে যাওয়া বন্ধ করা সম্ভব হবে। গাংনী থানা ওসি ওবাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত ব্যক্তিকে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়েছে। আহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।