গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিল পাচারের কালে পুলিশ সদস্য সহ ৩জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর কালিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুটি মটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান বাজার পাড়ার বাবুল হোসেনের ছেলে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল ইমরান আলী (২৫),একই গ্রামের শাফিরুল ইসলামের ছেলে হাসাদুল ইসলাম (২৭) ও বাওট গ্রামের কাবরান আলীর হাসিবুর রহমান (২৮)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কালিতলা কল্যাণপুর এলাকা দিয়ে মটরসাইকেল যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে এসআই অজয় কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুটি মটরসাইকেল জব্দ করে। পরে পুলিশ কনস্টেবল ইমরান আলীর ও হাসাদুলের মটরসাইকেল থাকা একটি ব্যাগ থেকে ৭০ ও হাসিবুলের মটরসাইকেল থাকা আরেকটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,ফেন্সিডিল কোথায় থেকে আনা হয়েছে আর কোথায় নিয়ে যাচ্ছিল এবং ফেন্সিডিলের সাথে অন্য কেউ জড়িত আছে না এসব জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের নামে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।