মেহেরপুরে হত্যা মামলার আসামীর মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলখানায় আটক হত্যা মামলার আসামী লিয়াকত আলীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়। লিয়াকত আলী চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার আকবর আলী মন্ডলের ছেলে। মেহেরপুরের জেলার সৈয়দ হাসান জানান, লিয়াকত আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানায়,একটি হত্যা মামলার পলাতক আসামী ছিলো লিয়াকত আলী। কয়েক সপ্তাহ পূর্বে গাংনী থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে সে কারাগারেই ছিলেন।
গাংনী থানা সূত্র জানায়,একটি হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ছিলেন লিয়াকত আলী। ২য় স্ত্রীর বাড়ি উপজেলার হিজলবাড়িয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার পূর্বক তাকে আদালতে সেপার্দ করা হয়।
লিয়াকত আলীর ২য় স্ত্রী তহুরা খাতুন জানান, চুয়ডাঙ্গার ডিঙ্গেদহ গ্রামের আলম হত্যার পলাতক আসামি ছিল। প্রায় এক যুগ আগে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।  মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কথা বলতে সরকারী টেলিফোনে কল দেয়া হলে কোন সাড়া পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!