গাংনীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আপন হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের তাদের নিজ পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে ঐ গ্রামের বিলপাড়ার স্বপন আলীর ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য মো: দাউদ হোসেন জানান,স্বপন আলীর পুকুরে অক্সিজেনের অভাবে বেশ কিছু মাছ মরে যায়। সেই মাছ ধরতে আপন ও তার বাবা সহ গ্রামের বেশ কিছু লোকজন পুকুরে নামে। এরপর অকস্মিক ভাবে আপন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তাকে খোঁজাখুজির এক পর্যায় তাকে পাওয়া যায়। তাকে দ্রত উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। গাংনী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিডি দাস পিকলু জানান, আপন হোসেনকে হাসপাতালে নেওয়ার পূবেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, মৃত্যু’র সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!