গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে গাংনীতে ফেনসিডিল সহ বাপ্পি মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার কাজিপুর ডিগ্রী কলেজের পাশ থেকে তাকে ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু। গ্রেফতারকৃত বাপ্পি মিয়া কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার ইসাহাক আলীর ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান,কাজিপুর ডিগ্রী কলেজ এলাকা দিয়ে ফেনসিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হবে।