গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালিত হয়েছে।“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন ” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে ভিডিও চিত্রের মাধ্যমে আলোচনা সভা ও শুভ উদ্বোধন প্রদর্শিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী চিত্তরঞ্জন চক্রবর্তী, বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মহিউদ্দীন আলমগীর ,গাংনী পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন,সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, মাধ্যমিক সহঃ শিক্ষা অফিসার মনিরুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন