গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউিনিটি পুলিশিং সর্বত্র’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। পুলিশী সেবা পেতে গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার বিকাল ৩ টার সময় গাংনী থানা চত্তরে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার র্ভারপাপ্ত কর্মকর্তা ওসি মো: ওবাইদুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ,লীগের সাধারণ সম্পাদক এম,এ খালেক। গাংনী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম 6মোস্তফা। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,তেঁতুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমূল হুদা বিশ্বাস, গাংনী পৌর আ,লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম,সাবেক ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম সহ ইউনিয়ন আ,লীগের সভাপতি-সম্পাদক,বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ,জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মানবাধিকার সমুন্নত রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। পুলিশের একার পক্ষে আইনশৃংখলা রক্ষা করা সম্ভব হয় না। তারপরেও সাম্প্রতিক সময়ে জঙ্গী, সন্ত্রাস দমন, জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।তাই আমরা সবাই পুলিশকে মাদক, জঙ্গী ও সন্ত্রাসকে দমন করতে সহযোগিতা করবো।একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পুলিশকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। পুলিশের জনপ্রিয়তা এবং আস্থা তৈরী করতে ইতোমধ্যেই কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি বিট পুলিশিং গঠন করা হয়েছে। এর আগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে থানা সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী থানা ক্যাম্পাসে এসে র্যালি শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম।