গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেয়র পদের চেয়েও আপনাদের স্নেহ ভালোবাসা আমার কাছে অনেক বড় বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো: শাহিদুজ্জামান শিপু। রবিবার বিকালে পূর্বমালসাদহ ৭ নং ওয়ার্ডে মহিলা কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,আমি আপনাদের সন্তানের মত তাই মায়ের আচল দিয়ে আপনারা আমাকে স্নেহ ভালোবাসা দেবেন। কর্মেই মানুষের পরিচয় তাই আপনাদের সন্তান হয়ে কর্মের মাধ্যমে মায়েদের মুখ উজ্জল করতে দোয়া সমর্থন প্রার্থনা করি। ছোটবেলা থেকে সেবা করার আমার নেশায় পরিনত হয়েছে। তাই আপনাদের দোয়া ও সমর্থনে সেবাদানের মাধ্যমে আপনাদের কাছে আসতে চাই। তিনি বলেন,আপনাদের ভোটের মাধ্যমে প্রার্থীদের ভাগ্য নির্ধারন হবে। আর আমি পৌরসভা ও আপনাদের ভাগ্য’র উন্নয়নে কাজ করতে চাই। আমি মেয়র হতে পারি আর না ই বা পারি তবুও শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। আমার পিতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ছোটবেলা থেকে বাবার আদর সোহাগ পাইনি। আপনাদের ভালোবাসায় পিতৃহারার কষ্ট গুলো ভুলে থাকতে চাই।
৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন ঠান্ডুর সভাপতিত্বে ব্কতব্য রাখেন সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক, যুবলীগ নেতা জাকির হোসেন, আরশাদ আলী, শামীম রেজা, রফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।