গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘অভিষেক’ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের সদস্য আবুল কাশেম অনুরাগীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, গাংনীর বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী নুরজাহান বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, উপজেলা কৃষি অফিসার কে এম সাহাবুদ্দীন আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন,অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম অনুরাগী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়।কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি শেষে প্রত্যেক সদস্যকে রজনীগন্ধার স্টিক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এম এ খালেক। পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন মহোদয় নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী নূরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, বামন্দী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান কমল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, সাবেক যুবলীগ নেতা আল ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ও সাধারন সম্পাদক নূরুজ্জামান পাভেল ক্লাবের সদস্যদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সরকারের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুভূতি প্রকাশ করেন। এসময় সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদ রবি ও মোহনা টেলিভিশন ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ফারুক আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।