গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে আশিকুর রহমান (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বাদিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম। সে বাদিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,একটি মামলায় আদালতের ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামী আশিকুর রহমান বাদিয়াপাড়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অভিযানে নেতৃত্বদানকারী এ এস আই রবিউল ইসলাম জানান,গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমানের নির্দেশে ৬ মাসের সাজা ও ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী আশিকুর রহমানকে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!