গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে জেলহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাজমূল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন,সেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার,কাজিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ,সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বামন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান কমল।