গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
গাংনীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গাংনী পৌর আওয়ামীলীগ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের বাসভবনের নীচে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এসময় গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীব,আওয়ামীলীগ নেতা জুগিন্দা গ্রামের জাকির হোসেন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।