গাংনীর কাজিপুর সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী সীমান্তের ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার দিবাগত মধ্যে রাতে কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, কাজিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল গুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত ফেন্সিডিল গুলোর মালিক ও বহনকারীদের সন্ধানের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!