গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা। শনিবার বিকালে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে গাংনী বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে বিক্ষোভ সভাবেশ অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসিরুল ইসলাম মহনের সঞ্চালণায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক,গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা,মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলি। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সার জাহান শিশির,ফিরোজ আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক তপু রায়হান রবিন,সাংগঠনিক সম্পাদক নিরব,উপ দপ্তর সম্পাদক শহিন সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।