গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালিত হচ্ছে। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি প্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও জেলা প্রশাসক। জেলা প্রশাসক ডা. মনসুর আলম খান, মুক্তিযোদ্ধাদের পক্ষে ক্যাপ্টেন অব: আব্দুল মালেক সহ মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণে অংশ নেয়। পরে শহীদদের আত্তার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।