গাংনী পৌর মেয়র প্রার্থী আশরাফুল ইসলামের মনোনয়ন জমা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র মো: আশরাফুল ইসলাম। শনিবার বিকাল ৪ টায় সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজের কাছে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়ন জমাদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগনের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচনে আয়োজন করবে এটা গাংনী পৌরবাসি প্রত্যাশা করে। এসময় তিনি প্রশাসনের সহযোগিতা পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান, রবিবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়। তিনি আরো জানান, গাংনী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৩শ’৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭শ’ ৬০ ও মহিলা ১০ হাজার ৫শ’৯৭ জন। আগামি ১৬ জানুয়ারী গাংনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!