ওজনে কম দেওয়ায় গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে দুটি ফিলিং স্টেশনকে (তেলপাম্প) অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। জ্বালানী তেল ওজনে কম দেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ এলাকার মেসার্স হোসেন ফিলিং স্টেশন ও গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর গ্রামের হানিফ ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: নুর-ই আলম সিদ্দিকী।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: নুর-ই আলম সিদ্দিকী জানান, মেসার্স হোসেন ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ৫ হাজার ও হানিফ ফিলিং স্টেশনে বিএসটিআই এর সিল সহ মানদন্ড ছিলনা একারনে ৫ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) করা হয়েছে। এছাড়া মেসার্স হোসেন ফিলিং স্টেশনে বেশ কিছুদিন যাবৎ তেল কম দেওয়ার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভবিষ্যতে কোন অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই খুলনা আঞ্চলিক পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক উপস্থিত ছিলেন। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে গাংনী থানা পুলিশের একটি টিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!