গাংনীর ড.আশরাফুল ইসলাম আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর কৃতি সন্তান অব: অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা ড. আশরাফুল ইসলাম কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপ-কমিটির অনুমোদন দেন। কমিটিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলমকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসকে সদস্য সচিব করে ৫৫ সদস্যর এ উপ-কমিটি গঠন করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা ড. আশরাফুল ইসলাম ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামের জুলহক মিয়ার বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেনের চাচাতো এবং গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের বড় ভাই। অব: অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা ড. আশরাফুল ইসলাম গণপূর্ত,পানি সম্পদ সহ বিভিন্ন মন্ত্রনালয়ে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!