গাংনীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে বই বিতরন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আলাউদ্দীন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবাইদুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ রানা,পিটিএ সভাপতি অব: প্রধান শিক্ষক সাহাবুদ্দীন আহমেদ,প্রধান শিক্ষক নাসিমা খাতুন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথী বৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!