গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
গাংনীর গাঁড়াবাড়ীয়াতে মানব কল্যান সংগঠনের উদ্যগে ২ টি কর্মহীন পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় সংগঠনটি।একটি স্বেচ্ছাসেবী সংগঠন,গাঁড়াবাড়ীয়া গ্রামের কিছু যুবক একত্রীত হয়ে প্রতিষ্ঠিত করে। সংগঠনের উদ্দেশ্য শুধুমাত্র;- ক্ষুধার্ত, আশ্রয়হীন এবং শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে। গাড়াবাড়ীয়া মানব কল্যান সংগঠনের উদ্দোগে বছরের শুরুতেই দুইটি অসহায় পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। পরবর্তী সময়ে যেন মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে দিন চালাতে না হয়,,অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে সবসময় প্রস্তুত গাড়াবাড়ীয়া মানব কল্যান সংগঠন, সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন পলাশ জানান ক্ষুধার্ত, আশ্রয়হীন এবং শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত মানুষের পাসে দাড়াতে পেরে আমরা খুবি আন্দিত ,মোঃ জসীম উদ্দিন জানান গ্রামের সকল বিত্তবান ও সাধারন মানুষের সকলের সহযোগিতা একান্ত কাম্য।চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।