গাংনীতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার-৬

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, গাড়াবাড়িয়া গ্রামের কাউছার মন্ডলের ছেলে আয়নাল হক (৩৫),ফতাইপুরের জনি (৩৭),পূর্ব মালসাদহের শুকুর আলীর ছেলে হালিম (২৩),কাউছার আলীর ছেলে শিহাব ও মহিলা কলেজ পাড়ার হাবিব (২৮)।
গাংনী থানার ওসি ওসি মো: বজলুর রহমান জানান,সম্প্রতি গাংনী উপজেলা বেশ কয়েকটি এলাকায় চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার পূর্বক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চোর সিন্ডিকেটের মুল হোতাদের গ্রেফতারে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি গাংনী থানা ও বিভিন্ন ক্যাম্পের পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!